দেশের সংগীত জগতে নতুন মাত্রা যোগ করেছেন এন্ড্রু কিশোর: ঢাবি উপাচার্য

  © টিডিসি ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোর-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) এক শোকবাণীতে উপাচার্য বলেন, এন্ড্রু কিশোর ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী। বাংলাদেশের আধুনিক, লোক, দেশাত্মবোধক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কন্ঠে সমৃদ্ধ হয়েছে। হাসি-আনন্দ, প্রেম-বিরহ, সুখ-দুঃখ- সব অনুভূতির গান গেয়ে তিনি বাংলাদেশের সংগীত জগতে এক নতুন মাত্রা যোগ করেছেন। নন্দিত এই গুণী শিল্পী তার অসংখ্য কালজয়ী গানের মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের নিকট স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার (৬ জুলাই) রাজশাহীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।


সর্বশেষ সংবাদ