মাদার তেরেসা রত্ন এ্যাওয়ার্ড পেলেন এটিএন বাংলার মাহফুজুর রহমান

  © টিডিসি ফটো

দ্বিতীয় বারের মতো মাদার তেরেসা রত্ন আন্তর্জাতিক এ্যাওয়ার্ড পাওয়ায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবর্ধনা প্রদান করে ডিবেট ফর ডেমোক্রেসি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন।

রাজধানীর কাওরান বাজারের ওয়াসা ভবনস্থ এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

জানা যায়, গত ১৮ জানুয়ারি কলকাতার ইজেডসিসি মিলনায়তনে ড. মাহফুজু ররহমান এর হাতে মাদার তেরেসা রত্ন ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকার। এটি ছিল সংগঠনটির ২০তম উদ্যোগ। সারাবিশ্বে বাংলা ভাষায় প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল প্রতিষ্ঠা করে গণমাধ্যমে সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ড. মাহফুজুর রহমানকে এই আন্তর্জাতিক পুরষ্কার প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ