আজ অধ্যাপক এমাজউদ্দীনের জন্মদিন

ড. এমাজউদ্দীন আহমদ
ড. এমাজউদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মদিন আজ। ১৯৩২ সালের এ দিনে অবিভক্ত বাংলার মালদহে জন্ম নেন গুণী এই অধ্যাপক।  

ভারত ভাগের পর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীনের পরিবার। তিনি শিবগঞ্জের আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে রাজশাহী কলেজে শিক্ষকতা শুরু করেন।

এরপর বিদেশে উচ্চশিক্ষা শেষে ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। ১৯৭৭ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর উপাচার্যের দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ