ডটার অব দ্য নেশন হচ্ছেন লতা মঙ্গেশকর

  © ফাইল ফটো

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে ভারতের ‘ডটার অব দ্য নেশন’ উপাধিতে সম্মানিত করার পরিকল্পনা নিয়েছে দেশটির নরেন্দ্র মোদী সরকার। আসছে ২৮ সেপ্টেম্বর ‘এশিয়ার নাইটিঙ্গেল’খ্যাত এই মহান শিল্পীর ৯০তম জন্মদিন। এই মাহেন্দ্রক্ষণে ভারত সরকার উক্ত সম্মাননা দেবে বলে জানা গেছে।

সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াচ্ছেন লতা মঙ্গেশকর। তার এই অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই অনন্য সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারত সরকারের একটি অবহিত সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, নরেন্দ্র মোদী এই সুরসম্রাজ্ঞীর কণ্ঠের দারুণ ভক্ত। সমগ্র ভারতীয় জাতির সমন্বিত কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করেন লতা মঙ্গেশকর। তাকে সম্মানিত করা মানে এই জাতির কন্যাকেই সম্মানিত করা। আমরা তার ৯০তম জন্মদিনে তাকে এই সম্মানে ভূষিত করতে চাই।


সর্বশেষ সংবাদ