উত্তরপত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিখলেন ‘গিভ মি অ্যানাদার চান্স’ গান

পরীক্ষার উত্তরপত্রে লেখা হয়েছে গান
পরীক্ষার উত্তরপত্রে লেখা হয়েছে গান  © আনন্দবাজার

পরীক্ষার খাতায় কিছুই না লেখা বা ভুল উত্তর লেখা প্রায়ই দেখা যায়। কিন্তু উত্তরপত্রকে ‘গানের খাতা’ বানিয়ে সিনেমার গান লিখে রাখার ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে ভারতের এক শিক্ষার্থী। পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ কাণ্ড করেছেন।

তাঁর উত্তরপত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, উত্তরপত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর না দিয়ে কয়েকটি গানের কথা লিখে রেখেছেন। সব প্রশ্নের উত্তর দেননি তিনি। তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন। দুটি উত্তরের জায়গায় লিখেছেন সিনেমার গান।

প্রথম গানটি আমির খান অভিনীত হিন্দি সিনেমা থ্রি ইডিয়টস’র ‘গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন; গিভ মি অ্যানাদার চান্স; আই ওয়ানা গ্রোআপ ওয়ানস এগেইন।’

দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি উত্তর দিয়েছেন শিক্ষককে প্রভাবিত করার উদ্দেশ্যে। লিখেছেন, ‘ম্যাম, আপনি একজন মেধাবী শিক্ষক। আমার দোষ যে কঠোর পরিশ্রম করতে পারি না। সৃষ্টিকর্তা, আমাকে কিছু প্রতিভা দাও।’ তৃতীয় প্রশ্নের উত্তর লেখার সময় আবারও সিনেমার গানের আশ্রয় নিয়েছেন। এবারও আমির খানের সিনেমা পিকের গানের কথা খাতায় তুলে দিয়েছেন তিনি।

ছড়িয়ে পড়া উত্তরপত্রটি দেখে মজা পেয়েছেন সবাই। যিনি খাতা দেখেছেন, তিনিও মন্তব্য লিখে দিয়েছেন পরীক্ষার্থীর জন্য। শিক্ষক লিখেছেন, ‘তোমার আরও উত্তর (গান) লেখা উচিত ছিল।’