তাঞ্জানিয়ায় স্কুল হোস্টেলে অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু

  © সংগৃহীত

তাঞ্জানিয়ার উত্তর-পশ্চিমে কাগেরায় স্কুলের একটি ছাত্রাবাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুরে ১০ শিশুর মৃত্যু হয়। দেশটির স্থানীয় সময় সোমবার ভোরে কেরওয়া জেলা বেয়ামুনগু ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলের ছাত্রাবাসটিতে আগুন লাগে।

বিবিসি জানায়, আগুনে পুড়ে আরও সাতটি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৪টি ছেলেশিশু নিয়ে স্কুলটির ছাত্রাবাস, যাদের সবার বয়স ছয় থেকে ১০ বছর।

এঘটনায় জেলা কমিশনার রাশিদ ওয়াইমু জানান, পুড়ে মারা যাওয়া শিশুদের চিহ্নিত করাও সম্ভব হচ্ছে না। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতে হবে বলে তিনি জানান।

এদিকে ছাত্রাবাসটিতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

এর আগেও আফ্রিকার দেশটিতে স্কুলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্বল স্থাপনায় তৈরি হওয়া প্রতিষ্ঠানগুলোতে থাকে না শিশুদের সুরক্ষার কোনো ব্যবস্থা।


সর্বশেষ সংবাদ