পুলিশকে মরে প্রমাণ করতে হয়, মরার মতো পরিস্থিতি হয়েছিল

  © সংগৃহীত

পুলিশকে মরিয়া প্রমাণ করিতে হয় যে মরিবার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার যিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও বটে, একজন অতিরিক্ত ডিআইজি, জেলার এসপি, মাদ্রাসার বেশ কিছু শিক্ষক-কর্মচারী, যারা পুলিশ-ম্যাজিস্ট্রেটকে আগলিয়ে রাখার চেষ্টা করেছে, এত মানুষকে একটি কক্ষে ঢুকে আক্রমণ করার চেষ্টা করেছে দাঙ্গাকারীগণ।

নিজেদের জীবনরক্ষা ও প্রতিষ্ঠানকে রক্ষার জন্য উপস্থিত ম্যাজিস্ট্রেট নিয়মমাফিক প্রথমে কাদানে গ্যাস, পরে লাঠি চার্জ তারপর শর্টগান ও সর্বশেষ চাইনিজ রাইফেলের গুলি করতে নির্দেশ দেন।

এত কিছুর পরেও কিছু বিবেকহীন মানুষ রায় দিচ্ছেন পুলিশ বাড়াবাড়ি করেছে। তাহলে কি পুলিশকে মরিয়া প্রমাণ করতে হত যে মরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল?

লেখক: এআইজি (পরিকল্পনা ও গবেষণা), বাংলাদেশ পুলিশ

ফেসবুক থেকে নেওয়া।

 


সর্বশেষ সংবাদ