শিক্ষক চাই এমএলএসএস মানের!

  © ফাইল ফটো

হায় রে শিক্ষা পরিকল্পনা! শিক্ষক চাই এমএলএসএস মানের, আর উপবৃত্তি প্রকল্প চাই তেত্রিশ হাজার কোটি টাকার - আশা করি, জজ ব্যারিস্টার মানের ছাত্র/ছাত্রী!

প্রসঙ্গ: প্রাইমারী'র হেড টিচার ও সহকারী শিক্ষকগণ একটুখানি সম্মানের আশায় যথাক্রমে দশম ও বারোতম গ্রেডের জন্য দীর্ঘদিন ধরে কান্নাকাটি করছেন, সম্প্রতি সরকার প্রজ্ঞাপন জারি করে বলেছে এটুকু সম্মান তাঁদের প্রাপ্য নয়; অথচ প্রাইমারী'র নতুন উপবৃত্তি প্রকল্প হচ্ছে তেত্রিশ হাজার কোটি টাকার!

এতটা অসম্মান সয়ে এখন আর কেউ শিক্ষক হতে চান না, সবাই পরিকল্পনাকারী হতে চান। নিজেদের সন্তানদের দেশে, বিদেশে প্রাইভেট, নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, আর হতভাগ্য পাবলিকের সন্তানদের পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানহীন শিক্ষকদের দিয়ে পড়াবেন।

'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - কেবল আমারই, এবং সব আমারই চাই এমন ভাব শেষ রক্ষা করতে পারবে কি? মনে রাখতে হবে, বাজারে আগুন লাগলে মন্দির, মসজিদ কিছুই রক্ষা পায় না।

লেখক: শিক্ষক ও গবেষক


সর্বশেষ সংবাদ