স্টেট ইউনিভার্সিটিতে শরৎকালীন সেমিস্টারের ভর্তি শুরু

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শরৎকালীন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) থেকে ভর্তি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাতমসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসে একইসঙ্গে ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এসইউবির তিনটি অনুষদের অধীনে স্থাপত্য, বিজনেস স্টাডিজ, গণমাধ্যম ও সাংবাদিকতা, ইংলিশ স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জ্ঞিনিয়ারিং (সিএসই), ফার্মেসি, আইন এবং খাদ্য প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এসব ভর্তি চলবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য স্টেট ইউনিভার্সিটির www.sub.edu.bd ওয়েবসাইট দেখা যেতে পারে।

ফল ২০২০ সেমিস্টারে ভর্তি সংক্রান্ত অনলাইন লিংক: www.sub.edu.bd/admission। ভর্তি বিষয়ক পরামর্শ ও আলোচনার জন্য অফিস সময়ে বা অফিস সময়ের বাইরে যেকোনো সময় সরাসরি ০১৭৬৬৬৬২১২০ ও ০১৭৬৬৬৬৩৩০১ সেলফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।