রেইনকোট ভেবে পিপিই চুরি, করোনায় আক্রান্ত চোর

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের এক ব্যক্তি রেইনকোট ভেবে হাসপাতাল থেকে ব্যক্তিগত সরক্ষা সামগ্রী (পিপিই) চুরি করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মদ্যপ অবস্থায় ‍একটি দুর্ঘটার শিকার হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একটি পিপিই নিয়ে পালিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, নাগপুরের ওই বাসিন্দা পেশায় একজন ফল বিক্রেতা। গত বুধবার তিনি অতিরিক্ত মদ্যপানে একটি দুর্ঘটনার শিকার হন। পরে তাকে স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।

জি নিউজ জানিয়েছে, তিনি বাড়ি ফেরার সময় হাসপাতালের এক কোণে পড়ে থাকা একটি পিপিই তুলে নেন। তিনি ভেবেছিলেন ওটা রেইনকোট। পরে তাৎক্ষণিক স্বাস্থ্য দপ্তরের লোকজন ওই ব্যক্তিকে খুঁজে বের করেন।

তিনি জানিয়েছেন, সে রেইকোট ভেবেই পিপিই চুরি করেছে। পরে ওই পিপিই উদ্ধার করে জ্বালিয়ে দেওয়া হয়। তার করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। এসময়ে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কেউ আক্রান্ত হননি।