করোনা আক্রান্ত হয়ে যশোর সিটি কলেজ অধ্যাপকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সরকারি সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সামাদ খানের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। তিনি বলেন, গত ১৭ জুলাই আব্দুস সামাদ খানের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রফেসর আব্দুস সামাদ খানের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল যশোর মণিরামপুর উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৩১ জুলাই শুক্রবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯০ জন। প্রফেসর আব্দুস সামাদ খানের মৃত্যুর মধ্যদিয়ে মোট ২৬ জন নারী পুরুষ মারা গেছেন।