করোনা আক্রান্তদের বাড়িতে ফল নিয়ে যাচ্ছে ছাত্রলীগ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িতে ফল সামগ্রী নিয়ে যাচ্ছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ‘হ্যালো ছাত্রলীগ’ টিম। আম, মাল্টা, লটকন, আনারস, পেয়ারা, আমড়া, জাম্বুরা, লেবু, কালোজিরা, কলা ও কমলা দেওয়া হচ্ছে করোনা রোগীদের বাড়িতে।

চলতি সপ্তাহ থেকে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এই সেবা চালু করেন উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বের টিমের সদস্যরা। এখন পর্যন্ত ২৫টি পরিবারে ফল উপহার দেওয়া হয়েছে।

আবু কাউছার অনিক জানান, স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশনায় এই ‘ফল উপহার’ প্যাকেজ চালু করা হয়েছে। এই সেবা চলমান থাকবে।

এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেন, দেশে করোনার এ ক্রান্তিলগ্নে বীরের বেশে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ। আমি তাদের ধন্যবাদ জানাই। আমি চাই তারা এ মানবিক কাজগুলো অব্যাহত রাখুক। আমি যেকোন সহযোগিতায় তাদের পাশে থাকবো।