হজ করতে চার বছর হেঁটে-সাইকেলে মক্কায় ইয়াসিন

চার বছর ধরে হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবের মক্কায় এসে পৌঁছেছেন মরোক্কান তরুণ গোলাম ইয়াসিন। তবে চলমান কভিড-১৯ পরিস্থিতির কারণে এবার হজে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।

জানা গেছে, ২০১৭ সালে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়ে সাত মাস আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন। এ দীর্ঘ ভ্রমণে নিজের সঙ্গে বহন করেছেন প্রয়োজনীয় সব জিনিস। দীর্ঘ এ ভ্রমণে ২৮টি দেশ অতিক্রম করেন। হজ্জ পালন করতে না পারলেও পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি। বর্তমানে তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আভায় অবস্থান করছেন।

আভা এলাকায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করেন তিনি। অনেক আশা নিয়ে হজ করতে এসেও করোনার কারণে তিনি এবার হজ করার সুযোগ পাননি। তবে ইয়াসিন হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে। মরক্কোর যুবকের কথা, তিনি সৌদি আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ।