থানায় বসে ওসির ধূমপান, ছবি ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদের থানার নিজ কক্ষে বসে সিগারেট খাওয়ার দু’টি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে বেকায়দায় পড়েছেন ওসি আর বিব্রত হয়েছে জেলা পুলিশের কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সরাইল থানার ওসি হিসেবে যোগদান পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুল আহমেদ। থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তিনি। কিন্তু গত বুধবার ফেসবুকে ওসি নাজমুলের ধূমপানের দুইটি ছবি ছড়িয়ে পড়ে। নিজ কক্ষে বসে ধূমপান করার এই ছবি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য ধূমপান করতে পারেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ওসির এই ধূমপান কাণ্ড নিয়ে বিব্রত জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারাও।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান, ওসি নিয়মিত থানায় বসে ধূমপান করেন। সিগারেটের পাশাপাশি শুকনাও (গাঁজা) পান করেন। এ সময় তার রুমসহ আশে পাশে গন্ধে থাকা যায় না।

ধূমপানের বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ওসি নাজমুল আহমেদ বলেন, ‘এটি (ধূমপান) আমিই নতুন করলাম কিনা বুঝতেছি না। আমি আমার অফিসে কাজ করছিলাম, টেনশনে ছিলাম। ছবিটি কে তুলল, বুঝতে পারছি না।’