পূর্ণ বয়স্ক ব্যক্তির চেয়ে শতগুণ বেশি করোনা বহন করে শিশুরা!

একটি শিশু নিজের শরীরে একজন পূর্ণ বয়স্ক মানুষের চেয়ে ১০০ গুণ বেশি কভিড-১৯ বহন করতে পারে। গতকাল বৃহস্পতিবার জার্নাল জামা পেডিয়াট্রিস্কে প্রকাশিত একটি গবেষণায় এমন দাবি করা হয়েছে। খবর এনডিটিভির।

গত ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত শিকাগোরে এক মাস বয়সী শিশু থেকে ৬৫ বছর পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করেন যুক্তরাষ্ট্রের অ্যান অ্যান্ড রবার্ট এইচ লুরি চিল্ড্রেন হসপিটাল এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা।

গবেষণায় মোট তিনটি দল নিয়ে কাজ করা হয়। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি দল, পাঁচ থেকে ১৭ বছর বয়সী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের জন্য আলাদা দুটি দল করা হয়।

গবেষণায় দেখা যায়, শিশুরা পূর্ণাঙ্গ বয়স্কদের চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেশি করোনাভাইরাস বহন করতে পারছে। তবে শিশুদের কাছ থেকে এই ভাইরাস ছড়াতে পারে কিনা বিজ্ঞানীরা এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। যদিও এর আগে গবেষণাগুলোতে শিশুদের থেকে এই ভাইরাস ছড়ায় কিনা, সেটির পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।