প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে গ্রেডেশন তালিকা চেয়েছে অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে স্থায়ীকরণের জন্য গ্রেডেশন লিস্ট (জ্যেষ্ঠতা তালিকা) চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ আগস্টের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) অধিদপ্তরের যুগ্ম সচিব (পলিসি ও অপারেশন) খালিদ আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠি দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াকরণের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩ এর আলোকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা, হালনাগাদ ৫ বছরের এসিআরসহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ আগস্টের মধ্যে অধিদপ্তরে প্রেরণের অনুরোধ করা হলো।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৮ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। এছাড়া আরও ২০ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

উল্লেখ্য, মামলাজনিত কারণে স্থায়ী নিয়োগ দেয়া সম্ভব না হওয়ায় ২০১৮ সালের ২৩ মে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। এরপর দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়ে পদায়ন কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করার পর বর্তমানে চলতি দায়িত্ব পাওয়া ব্যক্তিদের স্থায়ীভাবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে।