ডাড স্কলারশিপে জার্মানি যাওয়ার সুযোগ

জার্মানিতে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে DAAD Helmut Schmidt স্কলারশিপ। যা ডাড স্কলারশিপ নামে পরিচিত। উন্নয়নশীল দেশগুলো থেকে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের মাঝ থেকে স্নাতকোত্তর পর্যায়ে ডাড স্কলারশিপের আওতায় আবেদন আহ্বান করেছে দেশটি।

ফুল ফানডেড এই স্কলারশিপে সমস্ত ব্যয়ভার বহন করে জার্মান সরকার। স্নাতকোত্তর পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৮৫০ ইউরো শিক্ষাবৃত্তি দেয়া হয়। সেই সাথে স্বাস্থ্যবিমা, ট্রাভেল অ্যালায়েন্সসহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা দেয়া হয় ডাড স্কলারশিপে।

যোগ্যতা :
১.আবেদনকারী প্রার্থীকে বিশ্ববিদ্যালয় বা সমমান পর্যায়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২. সর্বশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে।
৩.সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি এবং লোকপ্রশাসন বিভাগের গ্রাজুয়েটগণ আবেদন করতে পারবে।
৪. প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
৫.আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে।
৫. আবেদনপত্রের সাথে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।

আবেদন :
DAAD Helmut Schmidt স্কলারশিপ ২০২১ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ জুন থেকে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আবেদন করতে অথবা বিস্তারিত দেখতে ভিজিট করুন OFFICIAL DAAD SCHOLARSHIP WEBSITE.