ইবি কর্মচারী ইলিয়াস জোয়ার্দার বরখাস্ত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা মামলায় কারাগারে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান কর্মচারী ইলিয়াস জোয়ার্দারকে বরখাস্ত করেছে প্রশাসন। সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৈলকূপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন হােসেনের গত ৮ জুলাই এক লিখিত চিঠিতে জানায়, আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান ইলিয়াস জোয়ার্দার গত ৬ জুলাই আদালতে আত্মসমর্পন করে। পরে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে ওই কর্মচারীকে জেল হাজতে পাঠায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫-এ ধারা মােতাবেক তাকে নেটওয়ার্ক টেকনিশিয়ান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলাে। তবে বরখাস্তকালীন জীবনধারণ ভাতা পাবে।

প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত রহমান খুন হয়। এ হত্যার সাথে জড়িত থাকায় ইলিয়াস জোয়ার্দার ও অভিযুক্ত হয়। এ হত্যা মামলায় তিনি ৫নং আসামি ছিলেন।