মানুষকে ভিটামিন খাওয়াচ্ছেন রাব্বানী

অসহায়দের মাঝে ভিটামিন, ক্যালসিয়াম ও জিংক ট্যাবলেট প্রদান কর্মসূচি পালন করছেন গোলাম রাব্বানী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অসহায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য বিদায়ী জিএস গোলাম রাব্বানী। অসহায়দের মাঝে ভিটামিন, ক্যালসিয়াম ও জিংক ট্যাবলেট প্রদান কর্মসূচি পালন করছেন তিনি। একইসঙ্গে করোনা থেকে সুরক্ষায় প্রতিজনকে ১০টি করে সার্জিক্যাল মাস্ক দিচ্ছেন।

শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান গোলাম রাব্বানী। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায় দরিদ্র মানুষের জন্য ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ ব্যানারে ওই কর্মসূচি পালন করছেন রাব্বানী। করোনা পরিস্থিতির শুরু থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে তিনি।

ডাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমি করোনা পরিস্থিতির শুরু থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করছি। তার ধারাবাহিকতায় গত সপ্তাহ থেকে আমি মেডিকেল ক্যাম্প করে সাধারণ রোগীদের ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। যা চলমান রয়েছে।