শিক্ষা আইন চূড়ান্ত করতে বিকালে ভার্চুয়াল সভা

শিক্ষা আইন-২০২০ চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এক ভার্চুয়াল সভার আয়োজন করছে। আজ রোববার বিকেল সাড়ে তিনটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এই সময়ে সংশ্লিষ্টদের জুম মিটিংয়ে উপস্থিত থাকতে মন্ত্রণালয় থেকে নোটিশ দেয়া হয়েছে।

এর আগে ‘জাতীয় শিক্ষানীতি-১০’ বাস্তবায়নে ২০১১ সালে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত করা হয়। জানা গেছে, প্রস্তাবিত শিক্ষানীতিতে তিনটির কথা বলা হলেও দেশে আপাতত চার স্তরের শিক্ষা ব্যবস্থাই থাকছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকের কোচিং-টিউশন এবং নোট-গাইড নিষিদ্ধ।

তবে চলবে বাণিজ্যিক কোচিং সেন্টার। সরকারের পূর্বানুমোদন ছাড়া স্থাপন করা যাবে না কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেতন ও অন্যান্য ফি নির্ধারণ করবে সরকার বা সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান।

এসব বিধানসহ ৫৮টি ধারা সংবলিত শিক্ষা আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

নোটিশ