ছাত্রী ও অভিভাবকদের অসতর্ক মুহূর্তের ভিডিও ফেসবুকে, যুবক আটক

চট্টগ্রাম নগরের একটি স্বনামধন্য স্কুলের ছাত্রী ও অভিভাবকদের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন।

জানা গেছে, ওই যুবক ‘টপ ফান আড্ডা’ নামে একটি ফেসবুক ফ্যান পেজের এডমিন। গত ৬ জানুয়ারি থেকে ওই পেজে নগরের দামপাড়া এলাকার একটি স্বনামধন্য স্কুলের শিক্ষার্থী ও তাদের নারী অভিভাবকদের ভিডিও গোপনে ধারণ করে পোস্ট করতে শুরু করেন। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭টি ভিডিও পোস্ট করেন তিনি। যার প্রত্যেকটি গোপনে মোবাইলে ধারণ করা। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থীদের অপেক্ষায় স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের দুর্বল বা অসতর্ক মুহূর্তের সুযোগ নেয়া হয়েছে।

বিষয়টি নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানও জেনেছেন। তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।