বশেমুরবিপ্রবির বাজেটে কমেছে ইউজিসির বরাদ্দ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ কমেছে।

চলতি অর্থ বছরে ইউজিসির বরাদ্দের পরিমাণ ৩২ কোটি দুই লাখ টাকা, যা পূর্বের অর্থ বছরের তুলনায় প্রায় ৩৫ লাখ টাকা কম। ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ ছিলো ৩২ কোটি ৩৭ লাখ টাকা।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের পূর্বের অর্থ বছরে কিছু অর্থ অপব্যয়িত ছিলো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পূর্বের ওই অর্থের সাথে সমন্বয় করে নতুন অনুদান দেয়ায় চলতি বছরে বরাদ্দের পরিমাণ কম হয়েছে।’

উল্লখ্য, ২০২০-২১ অর্থবছরে ৫৪ কোটি দুই লাখ টাকার বাজেট পেয়েছে বশেমুরবিপ্রবি। বাজেটে পূর্বের অর্থবছরের তুলনায় বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।