বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

দেশে মহামারি করোনা সংকটে এবার বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই মধ্যে সংস্থাটি জানিয়েছে বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

শনিবার বিআরটিএয়ের ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকে সিদ্ধান্তের মধ্যে আরও জানানো হয়, প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে। 

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু হচ্ছে। তবে ড্রাইভার-শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।