ভূমিকম্পেও টিভিতে সাক্ষাৎকার চালিয়ে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সংকটময় পরিস্থিতিতে অবিচলই থাকেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ'ডুর্নকে। টিভিতে তার এক সরাসরি সাক্ষাৎকারে দেখা গেল তেমনটিই। সোমবার (২৫ মে) সকালে রাজধানী ওয়েলিংটনের ৯০ কিলোমিটার উত্তরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই সময় টিভিতে লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন জেসিন্ডা। ভূমিকম্পের কাঁপন অনুভব করলেও একটুও না ঘাবড়িয়ে অবিচল থেকে অনুষ্ঠান শেষ করেন তিনি।

খুব স্বাভাবিক ভঙ্গিতে তিনি টিভি শো এর উপস্থাপককে জানিয়েছেন ভূমিকম্প চলার কথা এবং পরক্ষণেই হাসিমুখে কথা বলে গেছেন। ক্যামেরায় এ সময় ধরা পড়েছে প্রধানমন্ত্রীর পেছনের সবকিছু কাঁপতে থাকার দৃশ্য।

সে সময় চারপাশে তাকিয়ে জেসিন্ডা বলেন, এখানে মৃদু ভূমিকম্প হচ্ছে। আমার পেছনে সবকিছু কাঁপছে দেখেছেন? উপস্থাপক তখন প্রধানমন্ত্রী ঠিক আছেন কিনা বা সাক্ষাৎকার দিতে তার কোনো সমস্যা হচ্ছে কিনা- এমন প্রশ্ন করলে তিনি হাসিমুখেই সবকিছু ঠিক আছে জানিয়ে কথা চালিয়ে যান।

নিউজিল্যান্ড জুড়েই অনুভূত হয়েছে এ ভূমিকম্প। কম্পন যথেষ্ট শক্তিশালী হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কেউ হতাহতও হয়নি বলে জানা গেছে।