৬৫ লাখ পিপিই নিচ্ছে যুক্তরাষ্ট্র, আজ গেল প্রথম চালান

মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই বা পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট রপ্তানি করেছে বাংলাদেশ। মোট ৬৫ লাখ পিস অর্ডারের মধ্যে এটি প্রথম চালান। আজ সোমবার (২৫ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি করা পিপিইর প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন শাহরিয়ার আলম।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত উভয় দিক থেকেই সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন।