বায়তুল মোকাররমের বাইরে দীর্ঘলাইন

আজ সোমবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তাই এদিন দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন শত শত মুসল্লি। বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জামাতগুলোতে অংশগ্রহণের জন্য মসজিদের বাইরে গেটে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষায় মুসল্লিরা। এ সময় তাদের কেউই শারীরিক দূরত্ব মানেননি।

করোনায় ঈদের নামাজ পড়তে আসা সাধারণ মানুষ বলেছেন, দীর্ঘ অপেক্ষা শুধুমাত্র ঈদের নামাজ আদায়ের জন্য। তবে ইচ্ছে নয় অনেকটা বাধ্য হয়েই তারা এভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, একদিকে ঠিক করে দিলে অপরদিকে আবারো একই অবস্থা ফিরে আসে এবং বিভিন্নভাবে সাবধান করার পরও সাধারণ মানুষ কথা শোনেননি।

বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

 

করোনা দুর্যোগের মধ্যেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।

এবার বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত হবে। এর মধ্যে সকাল সাতটার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টার জামাত শুরু হয়েছে। এরপর ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় জামাত হবে।

অন্যান্য মসজিদের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ক্ষেত্রেও ১৩ দফা শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্তে বলা হয়েছে নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না; নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের; সবাইকে মাস্ক পরতে হবে; মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।