অনলাইন ক্লাসে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়

ঈদ ছুটি শেষ হওয়ার পর বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। রোববার (২৪ মে) খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সকালে এক ভিডিও কনফারেন্সে একাডেমিক কার্যক্রম পরিচালনার প্রাক-প্রস্তুতি নিয়ে ডিন, ডিসিপ্লিন ও বিভাগীয় প্রধানদের সাথে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চুয়াল কনফারেন্সে উপাচার্য বলেন, বিগত প্রায় দুই মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এতে করে একাডেমিক কার্যক্রম অনেক পিছিয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতি যদি ঈদের পরও অব্যাহত থাকে, তাহলে অনলাইনে একাডেমিক কার্যক্রম সচল রাখতে পারলে একাডেমিক ক্ষতি কিছুটা কমানো যাবে। এ অবস্থায় ঈদের ছুটির পর অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে একাডেমিক প্রধানদের মানসিক প্রস্তুতি গ্রহণের আহবান জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, ভিডিও কনফারেন্সে ঈদের ছুটির পর সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।