করোনার ওষুধ ‘রেমডিসিভির’ স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর

দেশে অবশেষে করোনা রোগীদের জন্য তৈরি ওষুধ ‘রেমডিসিভির’ স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে বেক্সিমকো। বৃহস্পতিবার (২১ মে) ওষুধটি হস্তান্তর করা হয়েছে।

ওষুধটি হস্তান্তরের সময় জানানো হয় করোনায় আক্রান্ত জটিল ও মুমূর্ষু রোগীদের আরোগ্যের ক্ষেত্রেই বেক্সিমকোর তৈরি রেমডিসিভির ওষুধ অধিক কার্যকর হবে।

এছাড়া জটিল ও মুমূর্ষু রোগীদের আরোগ্যের জন্যই বেশী প্রয়োগ করা হবে এ ওষুধটি।
এটি কেবল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হবে।