১২০ পরিবারকে খাদ্য সহায়তা দিল কুলিয়ারচর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীরা

কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫টি প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কুলিয়ারচর পৌরসভা, দ্বাড়িয়াকান্দি ও উসমানপুর ইউনিয়নের ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা সংকট ও ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার এসব খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত একটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি এবং ১ টা লাইফবয় সাবান।

জানা গেছে, করোনা সংকটকালীন আপদ কাটাতে ও ঈদুল ফিতরকে সামনে রেখে কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে সাবেক ব্যাচগুলোর উদ্যোগে ফান্ড উত্তোলন করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ বলেন, সরকারী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রথমবারের মত এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। সকলের সহায়তায় ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের মানবকল্যাণ সম্পৃক্ত উদ্যোগ চলমান থাকবে।