কবিতা: ‘মুখোশধারী’

দানের নামে আর কতকাল চলবে এ রাজনীতি
দাতার মনে হয়না উদয় খোদার ও ভয় ভীতি।
করবি যদি দানই তবে সেল্ফি কেন তুলিস?
খোদার কাছে নিজের মুখোস নিজেই কেন খুলিস।

নিঃস্ব এসে দাড়ায় যখন পেটের ক্ষুধার দায়
অন্য দিয়ে বুঝাও তোমার দয়ার সীমা নাই
দান যদি হয় লোক দেখানো খোদার ভয়ে নয়
খোদার কাছে এর প্রতিদান কেমন করে হয়

একই সূর্য চন্দ্র তারার নিচেই সবার ঘর
আজকে তুমি রাজাধিরাজ আমি পথের পর
কোথায় ছিলে কোথায় এলে কোথায় যাবে ফিরে
হয়ত খোদা ফকির বেসেই এসছে তোমার নীরে

দান করেছে এই আশাতেই বলবে দয়াবান
খোদার কাছে এমন দানের নেইতো প্রতিদান।
মহান খোদার সৃষ্টি মানুষ গরীব ধনী সব।
কালো বল সাদা বলো একই সবার রব

দানের নামে সেল্ফি তুলে করিস না আর বড়াই
মানুষ কে তুই মানুষ ভাবিস,ভাবিস না সে মরাই
কত মহাজন করিয়া ওজন দেখছে হিসেব কষে
পাহার সমান অর্থ তাহার কি লাভ তাতে শেষে।

ফকির আলী পার হয়ে যায় পূন্যের তরী বেয়ে।
আমি অধম কি করেছি, খোদার পানে চেয়ে
যা করেছি সকল কিছুই লোক লজ্জার ভয়
বলবে লোকে মহান মানুষ,খোদার ভয়ে নয়

এই যদি হয় তোমার নীতি খোদার ভীতি না থাকে সেই মনে।
শেষ বিকেলে পরবে ধরা ঠিকই তুমি আপন প্রহসনে।

লেখক: কাতার প্রবাসী ব্যবসায়ী