ছুটির মধ্যেই কারখানার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা ফ্যাশন ফোরামের

প্রাণঘাতী করোনা আতঙ্কে শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যাশন ফোরাম কারখানার ১৮৯ জন শ্রমিককে নোটিশ টানিয়ে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় ফ্যাশন ফোরাম কারখানার সামনে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ টানানো হয়েছে।

বন্ধ কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে জানতে চাইলে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিন্টু বলেন, ২৬ মার্চ থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ জন্য কিছু শ্রমিক বাড়িতে চলে গেছে। ছাঁটাই হওয়া বেশিরভাগ শ্রমিকই জানে না তাদের ছাঁটাই করা হয়েছে।

তিনি বলেন, কারখানা বন্ধকালীন শ্রমিককে ছাঁটাই করার কোনো নিয়ম নেই। বিষয়টি যাচাই-বাছাই করে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস সাকুর বলেন, সন্তোষজনক কাজ না করায় ১৮৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বন্ধ কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক জবাব দিতে পারেননি।