সিলেটে করোনা উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু

শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে সিলেটে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই কিশোরীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে ওই কিশোরীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পর বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেয়। চিকিৎসক দল জানায়, করোনায় নয়, ওই কিশোরীর হার্ট ও অ্যালার্জির সমস্যা ছিল। সম্প্রতি দেশের বাইরেও তার ভ্রমণের তথ্য নেই।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই কিশোরী করোনায় নয়, হার্ট ফেইলুর হয়ে মারা গেছে।