করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেছে ডব্লিউএইচও: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস পরীক্ষার জন্য কিটের কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনা পরীক্ষার জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাস নিয়ে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় চিকিৎসার কোন অভাব নাই। কিটেরও কোনো অভাব নেই, পিপিই’র অভাব নাই। করোনা পরীক্ষার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। যারা পিপিই ব্যবহার করছেন, তারা সেগুলো যেন যথাযথভাবে ব্যবহার করেন। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

এসময় কিছু ডাক্তার ঠিক মতোকাজ করছে এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের চিকিৎসায় ডাক্তারদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, করোনা পরীক্ষায় ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করা হয়েছে। আরও ১৯ টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে দুই শতাধিক আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিস সুবিধা রয়েছে।’

তিনি বলেন, ‘কক্সবাজার ও চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার হার অনেক কম। সেখানে বেশিরভাগ মানুষ পরীক্ষা করাতে আসছে না। সেখানেও পরীক্ষা করানোর ব্যবস্থা নিয়েছি।’ এসময় করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশের প্রশংসা করেছে বলেও তিনি।

বিফ্রিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।