করোনার ছুটিতে চলে গেলেন ইবি শিক্ষার্থী

খাদেমুল হারামাইন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা ভাইরাসের কারণে বাধ্যতামূলক ছুটি চলছে। আর এই ছুটিতে বাড়ি গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদেমুল হারামাইন না ফেরার দেশে চলে গেছেন। পাকস্থলী টিউমারে আক্রান্ত হয়ে রবিবার (২৯ মার্চ) সকাল ৭টায় চট্টগ্রামের পিপলস হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বাড়ী চট্টগ্রামের বোয়ালখানী উপজেলার দাসরদিঘীর পাড় গ্রামে। তার পিতার নাম শাহজাহান খান ও মাতার নাম শাহীনা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে বাসায় ফেরেন খাদেমুল হারামাইন। পরে ২৫ তারিখ শরীরে অসুস্থতা অনুভব করায় তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করানোর পর তার পাকস্থলীতে টিউমার ধরা পড়ে৷ পরে ডাক্তারের পরামর্শে ২৬ তারিখ বিকাল তিনটায় তাকে অপারেশন করানো হয়। কিন্তু অপারেশনের পর অবস্থা আরো খারাপ দেখে তাকে আইসিইউতে ভর্তী করানো হয়। আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পিপলস হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।