জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা!

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগীর (৪৫) মৃত্যু হয়েছে। মৃত ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেছেন হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। ও ব্যক্তির বাড়ি খুলনা মহানগরীর হেলাতলা এলাকায়।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে ওই রোগী মারা যায় বলে সাংবাদিকদের খুমেক হাসপাতালের পরিচালক নিশ্চিত করেছেন।

ওই রোগী সম্পর্কে খুমেকের ভাইস-প্রিন্সিপ্যাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ তার ফেসবুক পেইজে একটি স্টাটাস দেন। তাতেও তিনি ওই রোগী করোনাভাইরাস আক্রান্ত বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

এর আগে ওই রোগী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এবং এই একই আইসিইউতে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছিল।

ডা. মেহেদী নেওয়াজ তার ফেসবুক পেজে লিখেছেন, ওই রোগী মডার্ন হাসপাতালে থাইরয়েড অপারেশন করিয়েছিল। তাকে যে আইসিইউতে রাখা হয়েছিল, সেই আইসিইউতে করোনা আক্রান্ত এক রোগী ছিল। তিনি ওই রোগীর করোনা সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। এই অবস্থায় ওই রোগীর সংস্পর্শে যেসব চিকিৎসক, নার্স গিয়েছিলেন তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।