গাইড পড়ানো বা বিক্রিতে জড়িতদের তথ্য অনলাইনে দিন: মন্ত্রণালয়

প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত বেআইনিভাবে গাইড বই পড়ানো বা বিক্রিতে জড়িতদের তথ্য অনলাইনে প্রদান করতে বলা হয়েছে। একইসঙ্গে গাইড বই, নোট এবং শিক্ষা সহায়িকার ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় সংশ্লিষ্টদের।

গত ২২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল-হোসেন স্বাক্ষরিক এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার কর্তৃক ১ম হতে ৮ম শ্রেণি পন্তি পাঠ্যপুস্তকের গাইড/নােট বই/শিক্ষা সহায়িকা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এরপরও প্রাথমিক শ্রেণির জন্য রচিত ও প্রকাশিত বিভিন্ন গাইড নােট বই/শিক্ষা সহায়িকা বাজারে পাওয়া যাচ্ছে এবং মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা ও শিক্ষকগণ কর্তৃক কোমলমতি ছাত্র-ছাত্রীদের তা ব্যবহারে বাধা করার অভিযােগ রয়েছে।

তাই সকল শিক্ষক-শিক্ষার্থীদেরকে নােট ও গাইড বই পড়া থেকে বিরত থাকতে বলে মন্ত্রণালয়।

এছাড়া কোন কর্মকর্তা, শিক্ষক, ব্যক্তি, প্রতিষ্ঠান এরূপ কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে প্রমাণসহ অনলাইনে (www.grs.gov.bd) অভিযোগ প্রদান করতে বলা হয়েছে।