রাজধানীতে কোয়ারেন্টিনে থাকা হাসপাতালের ক্যাশিয়ারের মৃত্যু

রাজধানীতে নিজ বাসায় কোয়রেন্টিনে থাকা এক ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালে ক্যাশিয়ার পদে চাকরি করতেন। কয়েকদিন আগে ওই ব্যক্তির জ্বর-সর্দি দেখা দিলে হাসপাতাল থেকে তাকে কোয়রেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়।

জানা গেছে, স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন তিনি। সপ্তাহখানেক আগে সর্দি-জ্বরে আক্রান্ত হন। এরপর তাঁর কর্মস্থল থেকে তাঁকে হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথক থাকা) থাকার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করেনা ভখাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে মারা গেছে প্রায় ১৮ হাজার। বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৫ জন।