ঢাবির আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের পর এবার আবাসিক হলও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবারের মধ্যে হল ছাড়তে হবে। ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বিষয়টি নিয়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা রয়েছে।

জানা যায়, প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা দিল ঢাবি প্রশাসন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হলগুলো খোলা রাখা হতো। সর্বশেষ ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এ ঘটনার পর থেকে আর ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়নি। এবার করোনার কারণে হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

অপরদিকে বিশ্ববিদ্যালয়েন ক্লাস পরীক্ষা বন্ধের ছুটি ২৮ মার্চ থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ করা হয়েছে সিন্ডিকেট সভায়।