দানব (করোনা)

পৃথিবী যেন ঝিমিয়ে পড়েছে,
নেমেছে গভীর রাত
কোথা হতে এক দানব এসেছে
নেই মাথা, চোখ,হাত।
করাল গ্রাসে হানিছে আঘাত,
তুলিয়া বিষের ফনা
কত জন গেলো বিষের ছোবলে,
যাবে আরও কতজনা।
সারা পৃথিবী নতজানু আজ
এই দানবের কাছে
কোথায় রেখেছো পরমাণু বোমা
আরও কত কী যে আছে।
সব যেন আজ লুটোপুটি খায়,
বোবা দানবের হাসি।
পৃথিবীরে আজ কাঁপায়ে তুলেছে,
ভীষণ সর্বনাশী।
কোথায় রাখিলে জীবাণু অস্ত্র,
কোটি কোটি এত সেনা
জ্বালিয়ে পৃথিবী সভ্য হইলে,
একবারও ভাবলে না।
জ্বলছে পৃথিবী ভাঙছে বরফ,
দানব গিয়েছে রেগে
কত দানবেরা এখনও ঘুমিয়ে
সব যদি যায় জেগে?
চারিদিকে শুধু ক্ষমতার লোভ,
কার হবে হার জিত
মহাকাশ থেকে মহাসাগরে
কোথায় গড়োনি ভীত।
মারছি মানুষ, হানছি আঘাত
দেশে দেশে কত লয়
মানুষের ক্ষতি করিলে মানুষ,
মানুষেরই পরাজয়।
বাস্তব যেন স্বপ্নের মত
থমকে গিয়েছে সব
চারিদিকে আজ নীরব পৃথিবী,
নেই কোন কলরব।
দানবের সাথে মানবের এই
অসম যুদ্ধ টানি
কেউ কি দেখেছে কভু কোন কালে
দানবের প্রাণহানি?
অদৃশ্য স্রোতে ভাসছে সবাই
নিষ্ঠুর তাণ্ডব
দানবেরা হাসে মহা উল্লাসে
কাড়িয়া নেয় যে সব।
দুদিন আগেও তোমরা যারা
ধর্মের হাঁক তোলে
একে অপরের রক্ত খাইলে
মানুষের কথা ভুলে।
ধর্মকে ভুলে অধর্ম খুলে
সাজিলে শকুন চিল
আজ মন্দির বন্ধ করলে
মসজিদে দিলে খিল।
মানুষেরে ভাল বাসিয়া মানুষ,
আজ কত কাছাকাছি
একসাথে চায় দাঁড়াইয়া উঠিতে
থেকে সব পাশাপাশি।
দানবের পর দানব আসিবে,
আমরা থাকিবো এক
নতুন পৃথিবী সাজাইয়া তুলিতে
করিতে হইবে ত্যাগ।
আধার কাটিবে, পাখিরে জাগিবে
উঠিবে সোনালি আলো
আজ হতে চলো শপথ করি
পৃথিবী রাখিবো ভাল।

লেখক: নাট্যকার ও ব্যাংক কর্মকর্তা