করোনাভাইরাস: কাওমী মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত কাল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিষয়টি জানান। এসময় তিনি বলেন, প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা এবং কোচিং সেন্টারগুলোও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এ ঘোষণার পর দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এখনও কাওমী মাদ্রাসাগুলো বন্ধের সিদ্ধান্ত হয়নি। 

বিকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবাইর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১০টায় হাইআতুল উলয়ার অফিসে ৬ বোর্ডের সমন্বয়ে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।