শহীদ দিবসে জবি শিক্ষকদের হাসির সেলফি ভাইরাল

শহীদ দিবসে হাসিমুখে সেলফি তুলেই ক্যাম্পাসজুড়ে সমালোচিত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিক্ষকদের হাসিমুখে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। ছবিতে শোকের কালো ব্যাজ দৃশ্যমান ছিল। এরপরই ছবি ভাইরাল হয়।

ছবিতে দেখা যায়, জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর নিউটন হাওলাদার কয়েকজন শিক্ষকের সঙ্গে হাসিমুখে সেলফি তুলে পোস্ট করেন। ওই ছবিতেই কালো ব্যাজ পরিহিত ছিলেন তিনি। ছবিতে তার সঙ্গে আরও ছিলেন- সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শামসুল কবীর, আসাদুজ্জামান রিপন ও রেজাউল করিম।

উল্লেখ্য, ছবির বিষয়টি জানাজানি হলে নিউটন হাওলাদার সেটি তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে সরিয়ে নেন।

মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায় বলেন, ‘আমরা শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই। শহীদ দিবসে এভাবে ছবি তোলা ঠিক হয়নি, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঠিক হয়নি।‘

নিউটন হাওলাদার বলেন, ‘আমরা শহীদ মিনারে ফুল দিয়ে কার্জন হলে নাস্তা করার পর ছবি তোলা হয়। পোস্ট করাটা ঠিক হয়নি। আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি। আমরা আসলে উদযাপন করেছি এমনটা না, শহীদ দিবসে হাসিমুখে ছবি তোলা যায় না।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শামীমা ইসলাম বলেন, ‘নিউটন কোন ফাঁকে এসে ছবি তুলছে আমি খেয়াল করেনি। কেউতো ইচ্ছা করে তোলে না। আমরা ভেতর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা ধারণ করি। এটা আসলে ঠিক হয়নি।‘