করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম।

জানা গেছে চীনের এই নারী জ্বর, সর্দি এবং শরীরে তীব্র ব্যথায় ভুগলে তাকে আজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই নারী গত ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত।

হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম জানা, ওই নারীর রক্ত, লালা ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হবে।

চীনের এই নারীসহ রংপুর মেডিকেলে চারজন করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি হন। তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর দুজনকে ঢাকায় পাঠানো হয়।