স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি ডাকসু ভিপির শ্রদ্ধা

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসে ১৯৮৩ সালে সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুর।

আজ শুক্রবার সকালে হাইকোর্ট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুঁহাম্মদ রাশেদ খানসহ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্র ইউনিয়ন, জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানা গেছে।

১৯৮২ সালে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করে। যার পরিপ্রেক্ষিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি উক্ত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বাংলাদেশ সচিবালয়ে স্বারকলিপি প্রদান করার কর্মসূচী গ্রহণ করে।

প্রতিবাদ সমাবেশে পুলিশ গুলি চালায় এবং বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। তখন থেকে দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা শুরু হয়।