এ বছর থেকেই সমন্বিত ভর্তি পরীক্ষার দাবি বিএনপির হারুনের

সংসদে বিএনপি নেতা হারুন

চলতি বছর থেকেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এজন্য তিনি স্পিকারের রুলিংও চেয়েছেন। সেই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রণীত ১৯৭৩ সালের অধ্যাদেশ সংশোধন করে যুগপযোগী করার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বিএনপির এই সংসদ সদস্য এসব দাবি জানান।

হারুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে গত তিন দিন ধরে পত্রপত্রিকাগুলোতে লেখালেখি হচ্ছে। গত মঙ্গলবার ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করেছেন। কিন্তু উদ্বেগের বিষয়, এখানে ১৯৭৩-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের কথা আসছে। অধ্যাদেশের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যলয়, বুয়েটসহ বড় বড় বিদ্যালয়গুলো অনাগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নেই। বিশ্ববিদ্যালয় যেভাবে অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হওয়ার কথা তা হচ্ছে না। শুধু ছাত্র ভর্তি আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অধ্যাদেশের কথা আসে। এজন্য অতিদ্রুত এই অধ্যাদেশ সংশোধন করে যুগপযোগী করা দরকার বলে মত দেন তিনি।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ভর্তির সময় অভিভাবক ও পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক আবেদনকারী থাকেন। আগামী শিক্ষাবর্ষ থেকেই সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর দাবি জানান তিনি।