সিনেট সদস্য হতে নুরের সুপারিশও পেয়েছেন সাদ্দাম

নুর এবং সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য করা হয়েছে। আর সাদ্দামকে সিনেট সদস্য হতে সুপারিশ করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০ (১) (এম) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই মনোনয়ন দেন। সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্রলীগ থেকে অপসারিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের স্থলাভিষিক্ত হয়েছেন।

৮ ফেব্রুয়ারি ডাকসুর কার্যনির্বাহী সভায় সিনেটে ছাত্র প্রতিনিধি মনোনয়নের প্রসঙ্গ উঠে। এসময় ছাত্রলীগের প্রায় সব প্রতিনিধি সাদ্দাম হোসেনের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবে সম্মতি দেন ভিপি নুর ও জিএস গোলাম রাব্বানী। পরে তাদের সুপারিশ অনুযায়ীই ভিসি সাদ্দাম হোসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিয়োগ দেন।

সাদ্দামকে সুপারিশের বিষয়ে জানতে চাইলে ভিপি নুর বলেন, ডাকসুতে ছাত্রলীগের প্রতিনিধিদের প্রাধান্য। সভায় তারা সবাই সাদ্দামকে সিনেটে চায়। পরে আমরা সেই প্রস্তাব সমর্থন করি।

নুর বলেন, আগে যখন ৫ সদস্যের ছাত্রপ্রতিনিধি নির্বাচন করা হয় তখন আমার কোনো মত নেয়া হয়নি। এবারের সভায় আমাদের মত চাওয়া হয়েছে। এর আগে ঢাবি সিনেটের এই পদে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। গত বছরের ১৬ সেপ্টেম্বর দুর্নীতি ও বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগের পদ থেকে অপসারণের পর তিনি সিনেট সদস্যের পদ থেকেও পদত্যাগ করেছিলেন। তাই ওই পদটি শূন্য থাকায় উপাচার্য সাদ্দাম হোসেনকে মনোনীত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ডাকসুতে সিনেট সদস্য পদ একটি শূন্য ছিলো। ডাকসুর ভিপি-জিএস ও সদস্যদের সুপারিশ অনুযায়ী এজিএস সাদ্দাম হোসনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।