সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পুলিশ ব্যর্থ নয়: আইজিপি

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সময় লাগলেও পুলিশকে এ মামলার তদন্তে ব্যর্থ বলা যাবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বহুতল ব্যারাক, গৌরনদী সার্কেল অফিস ও গৌরনদীর আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হত্যা মামলার ক্ষেত্রে কোনোটির রহস্য দ্রুত উদঘাটন হয়। আবার কোনো মামলার তদন্তে সময় লাগে, দেরিতে রহস্য উন্মোচন হয়। পুলিশের পাশাপাশি সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদঘাটনে কাজ করছে র‌্যাব। প্রতিটি তথ্য খতিয়ে দেখছে তারা। যাচাই-বাছাইয়ের কারণে বেশি সময় লাগছে হয়তো।

আইজিপি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বা সংস্থা পরিবর্তনের বিষয়টি আদালতের এখতিয়ার। সাগর-রুনির পরিবার যদি আদালতে আবেদন করেন। আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা বা সংস্থা পরিবর্তন করা হবে।

এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে জেলা পুলিশের বহুতল ব্যারাক ভবনসহ তিনটি কার্যক্রমের উদ্বোধন করেন আইজিপি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাহাবুদ্দিন খান ও জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।