ইবিতে রক্তিমা’র নেতৃত্বে সাকিব-আরাফাত

জরুরী অবস্থায় রক্ত সরবরাহকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা'র নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব সরােয়ার সভাপতি এবং গণিত বিভাগের হােসাইন মু আরাফাত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী ও অধ্যাপক ড. জাকারিয়া রহমান ৫ সদস্যে এ নতুন কমিটির অনুমােদন দেন বলে জানা গেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মারিয়া খন্দকর, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী রাফি ও সাংগঠনিক সম্পাদক সাকিব ফারজি। এ কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন কবরে।

এদিকে সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী একমাসের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ করতে উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ‘নিরাপদ হােক রক্তদান, আমার রক্তে বাচুক প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে ইবিতে যাত্রা শুরু করে ‘রক্তিমা’। সংগঠনটির মূল লক্ষ্য অসুস্থ ও অসহায় ব্যক্তিদের রক্ত দিয়ে সহায়তা করা।