করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ১১১৫, কমেছে আক্রান্তের সংখ্যা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। তবে আশার কথা হল এই প্রথম এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে।

মঙ্গলবার হুবে প্রদেশে এক দিনে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৮ জন। গত ৩১ জানুয়ারির পর হুবে-তে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এটাই সবচেয়ে কম। খবর রয়টার্স ও গার্ডিয়ানের

গত ৪ ফেব্রুয়ারি হুবে-তে একদিনে সর্বোচ্চ তিন হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের আগে গত ৩১ জানুয়ানি সেখানে এক দিনে কম আক্রান্তের সংখ্যার রেকর্ড ছিল ১৩৪৭ জন।

আক্রান্তের সংখ্যা কমলেও করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে এক হাজার ১১৫ জন হওয়ায় এটিকে বড় হুমকি হিসেবে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জঙ্গিবাদের চেয়েও করোনাভাইরাসকে বড় হুমকি মনে করছে তারা।

এ দিকে মঙ্গলবার ভাইরাসটির আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান তেদরোস আদহানম গ্যাব্রিনাস জানান, নতুন এ ভাইরাস এখন থেকে কভিড-১৯ (COVID-19) নামে পরিচিত হবে।

যত দ্রুত সম্ভব এ ভাইরাসটি মোকাবেলার আহ্বানও জানান তিনি।