গবিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র (গবিসাস) ৭ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে এক বর্ণাট্য র‌্যালির মধ্যে দিয়ে এ আয়োজনের শুরু হয়।    

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এরপর বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু। এ সময় দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর সজীব, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল অাজাদ, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

গবিসাসের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। তিনি বলেন, এই ক্যাম্পাস আমার অত্যন্ত পছন্দের ও ভালো লাগার একটি জায়গা। সারাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র এখানেই সাংবাদিক আছে শুনে আমার খুবই ভালো লাগছে। আশা করছি, গবিসাস সঠিকভাবে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।'

আরলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে গান পরিবেশন করে দেশের রকধাঁচের জনপ্রিয় ব্যান্ড 'বাংলা ফাইভ’। এছাড়াও গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটি ও সাধারণ শিক্ষার্থীরা নাচ, গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন। গণ বিশ্ববিদ্যালয় থিয়েটার এর ‘রক্তকবরী' নাটক পরিবেশনা অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবন্ত করে তুলে।  

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম একমাত্র সাংবাদিক সমিতি। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আইন বিভাগের শিক্ষার্থী আসিফ আল আজাদের নেতৃত্বে ৮ জন সদস্য নিয়ে গবিসাসের পথচলা শুরু হয়।