কারিগরি শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরীক্ষার ফল টেম্পারিং, বেআইনিভাবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর বিক্রি এবং ক্লাস না করলেও শিক্ষার্থীদের উত্তীর্ণ দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পায় দুদক প্রধান কার্যালয়ের একটি টিম।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক টিম।

তিনি জানান, এ অভিযানের বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন শিগগিরই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে জমা দেওয়া হবে।